রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফ্রিজ ধরে খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইবোনের-মৃত্যু

- আপডেট সময় : ০৮:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিহত-মোছাঃ হামিদা (৮) মোছাঃ সাইফা (৭) ছবি:সময়ের সন্ধানে।
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মঙ্গলপাড়া ( তালপুকুর) গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল ) দুপুর দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোছাঃ হামিদা (৮) পিতা, মো: সাইদুল ও মোছাঃ সাইফা (৭ ) পিতা: ছলেমান হোসেন । দুই শিশু সম্পর্কে মামাতো, ফুফাতো বোন।হামিদা মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং সাইফা তাহেরপুর আহলে হাদিস হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করেন।
সরজমিনে ঘটনাস্থলে গেলে নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক দুপুর ২ ঘটিকার দিকে বাড়ির সামনের উঠানে লুকোচুরির খেলার সময় সাইফা লুকানো জন্য তার মামার বড়ির বারান্দায় রাখা ফ্রিজের পেছনে লুকিয়ে পড়ে এসময় শিশুটি বিদ্যুৎপৃষ্ট হয় পরে শিশু সাইনাকে এঅবস্থায় দেখে অপর শিশু হামিদা তাকে ছাড়ানোর চেষ্টা করে এসময় সেও বিদ্যুৎপৃষ্ট হয়।
এ সময় বাড়িতে থাকা লোকজন শিশু দুটিকে দেখতে পায় এবং শিশু দুটিকে তাহেরপুর পৌরসভা অবস্থিতৎ রয়েল আল্ট সাউন্ড এন্ড হসপিটালে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশু দুটিকে মৃত ঘোষণা করে। পরে শিশু দুটিকে ক্লিনিক থেকে তাদের নিজ বাসায় নেয়ে হয়।
এদিকে ওই শিশু দুটির আকাল মৃত্যুর কারণে এলাকাতে শোকের মাতম নেমে এসেছে, এরকম অল্প বয়সে দুটি শিশুর মৃত্যু এলাকার মানুষ মেনে নিতে পারছে না।আমরা এলাকাবাসীর বরাতে আরো জানতে পারি, উক্ত ঘটনায় হামিদা নামে যে শিশুটি মৃত্যুবরণ করেছেন এর পূর্বেও হামিদার আরো একটি ভাই এবং বোন পৃথক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
জানাযায় , হামিদার আরো একটি বোন তার বয়সও ছিল ৮ বছর সেও বাড়ির পাশে পুকুরে পুকুরে পানিতে পড়ে মৃত্যুবরণ করে এবং হামিদার একটি ভাই তার বয়সও ৮ বছর ছিল সেও সাপে কেটে মৃত্যুবরণ করে নিজ ঘরে।
এমন একটি মর্মান্তক এবং হৃদয়বিদারক ঘটনায় সইতে পারছে না এলাকার কেউ, মেনে নিতে পারছে না এমন হৃদয়বিদারক ঘটনা।আর এমন ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম বইছে , কান্নায় ভেঙে পড়েছেন পরিবারসহ এলাকার লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, দুই শিশুটির মৃত্যুর বিষয়ে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত এ বিষয়ে থানার কোন অভিযোগ আসেনি তবে অভিযোগ পেলে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।