শ্রীপুর স্ত্রীর পরকীয়া প্রেমিককে হাতেনাতে ধরে হত্যা, বললেন স্বামী আজিজুল ইসলাম। ছবি:সময়ের সন্ধানে
মোঃ শাহাদাত হোসেন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে নিজ ঘরে হাতেনাতে ধরে ফেলার পর কীভাবে হত্যা করেছেন, র্যাবের কাছে সেই বর্ণনা দিয়েছেন গ্রেফতারকৃত নির্মাণশ্রমিক আজিজুল ইসলাম।
গতকাল সোমবার বিকেলে তাকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।গ্রেফতারকৃত আজিজুল ইসলাম (৩৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাজাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থেকে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
নিহত আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভা এলাকায় ভাড়া থেকে একটি কারখানা পরিচালনা করতেন।
মঙ্গলবার র্যাবের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সকালে আজিজুল ইসলাম কাজে চলে যান। সেখানে গিয়ে দেখেন কয়েকটি যন্ত্রাংশ নেননি। এরপর তিনি আবার বাড়িতে ফেরেন। ঘরের দরজা বন্ধ পেয়ে ভেতরে স্ত্রীর মোবাইল ফোনে কথোপকথন শুনতে পান। এ সময় স্ত্রী তার পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামকে আসতে বলেন। বলেন, তার স্বামী কাজে চলে গেছেন, সন্ধ্যায় বাড়ি আসবেন। স্ত্রীর এসব কথোপকথন শুনে আজিজুল বাড়ির ভেতর একটি টয়লেটে বসে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আশরাফুল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দেন।
পরে আজিজুল কড়া নাড়লে স্ত্রী ঘরের দরজা খুলে দেন। ঘরে ঢুকে তিনি আশরাফুলকে দেখতে পান। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজিজুল ধারালো বটি নিয়ে আশরাফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাসলিমা বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করেন। আশরাফুলের মৃত্যু নিশ্চিত হলে বটি দিয়ে অণ্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেন আজিজুল। পরে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আশরাফুল ইসলামের কারখানায় চাকরির সুবাদে অনেক আগে থেকেই আজিজুলের স্ত্রীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। কারখানা ছুটির দিনে তারা দুজন অনৈতিক কাজে লিপ্ত হতেন।
র্যাবের কোম্পানি কমান্ডার বলেন, স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার ঘটনায় আজিজুলকে গ্রেফতার করা হয়। আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, নিহতের বাবা আব্দুল ওয়াহাব বিশ্বাস বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজিজুল হককে আদালতে পাঠানো হয়েছে।