বিরামপুর উপজেলার সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় বিজিবির অভিযানে ২কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার। ছবি:সময়ের সন্ধানে
দিনাজপুরের বিরামপুর সীমান্ত পথে ভারতে পাচারকালে বাজারের ব্যাগ থেকে আড়াই কেজি সাপের বিষ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের উঁচা গোবিন্দপুর এলাকা থেকে এসব উদ্ধার করেন ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগের ভেতরে দুটি কাচের জারের মধ্যে সাপের বিষ ছিল। একটি কাচের জারে ১ কেজি ২০৩ গ্রাম সাদা রঙের বিষ এবং অপর জারে ১ কেজি ২৬৮ গ্রাম কালো রঙের বিষ ছিল। উদ্ধার হওয়া এসব সাপের বিষের আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদ পাওয়া যায়। পরে বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক আসাদুজ্জামানসহ বিজিবি সদস্যের একটি দল সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর গ্রামের সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে আজ ভোর পৌনে ৪টার দিকে উঁচা গোবিন্দপুর এলাকায় পড়ে থাকা প্লাস্টিকের তৈরি একটি বাজারের ব্যাগ থেকে দুটি কাচের জারে থাকা সাপের বিষ উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়া বিষের ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।