রংপুরে ১২ বছরের স্কুলছাত্রী ধ’র্ষ’ণে’র দায়ে তরুণের মৃ’ত্যু’দ’ণ্ড

- আপডেট সময় : ০৩:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রংপুরে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে এক তরুণকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ছবি:সংগৃহীত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়েশিশুকে ধর্ষণের দায়ে এক তরুণকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২–এর বিচারক মোস্তফা কামাল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তরুণের নাম লাবলু মিয়া ওরফে লয়েট (২০)। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ১২ বছর বয়সী মেয়েটিকে ২০২১ সালের ১ সেপ্টেম্বর একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন লাবলু মিয়া। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লাবলু পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা একই বছরের ৩ সেপ্টেম্বর মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাবলু মিয়াকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ২০২১ সালের ১ ডিসেম্বর তদন্ত শেষে একমাত্র আসামি লাবলু মিয়ার নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার পর নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত এই রায় দেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১–এর বিশেষ সরকারি কৌঁসুলি খন্দকার রফিক হাসনাইন। তিনি বলেন, ১২ বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ডের রায়ে তাঁরা সন্তুষ্ট।