এক ইলিশ ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি!

- আপডেট সময় : ০৭:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়ে। বিরল এ ইলিশটি শনিবার (১৬ আগস্ট) সকালে জেলে সিদ্দিক প্রামাণিকের জালে উঠে আসে। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, খবর পেয়ে তিনি জেলে সিদ্দিক প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করে নিলামে অংশ নেন। সেখানে তিনি প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। পরে ময়মনসিংহের বাসিন্দা ও অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে মাছটি বিক্রি করেন। প্রবাসী ক্রেতা মাছটির প্রতি কেজি ৫ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, পদ্মার মোহনাতেই বড় আকারের সুস্বাদু ইলিশ ধরা পড়ে। বিশেষ করে বড় সাইজের ইলিশের প্রতি প্রবাসীদের আগ্রহ থাকায় এসব মাছের দাম হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে যায়।
শাহজাহান শেখ আরও বলেন, ওই প্রবাসী আমার কাছে একটি বড় ইলিশের জন্য বলে রেখেছিলেন। আজ সকালে ইলিশটি কেনা মাত্রই তাকে মোবাইল ফোনে জানানো হয়। তিনি মানিকগঞ্জে তার এক আত্মীয়কে পাটুরিয়া ঘাটে পাঠালে আমরা তার কাছে মাছটি পৌঁছে দিই। এ ধরনের ইলিশ এই মৌসুমে আগে এক-দুটির বেশি পাওয়া যায়নি।