কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া রাজবাড়ী মহাসড়কে হোমিওপ্যাথিক কলেজের পাশে একটি গাছ থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত রফিকুল শহরের কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়ায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

নিহতের মা রহিমা খাতুন বলেন, গতকাল রাত ৯টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমার ছেলেকে মেরে তার অটো নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতের কোনো একসময় রফিকুলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশে পাওয়া যায়নি তার চালানো অটোরিকশাটি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে ছিনতাইয়ের বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ছবি:সংগৃহীত

কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া রাজবাড়ী মহাসড়কে হোমিওপ্যাথিক কলেজের পাশে একটি গাছ থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত রফিকুল শহরের কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়ায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

নিহতের মা রহিমা খাতুন বলেন, গতকাল রাত ৯টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমার ছেলেকে মেরে তার অটো নিয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতের কোনো একসময় রফিকুলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশে পাওয়া যায়নি তার চালানো অটোরিকশাটি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে ছিনতাইয়ের বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।