তরুণীর প্রেমের টানে ঘর ছাড়লেন চার সন্তানের জননী, অতঃপর…

- আপডেট সময় : ০২:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ভালোবাসা যে সত্যিই কোনো বাধা মানে না, তা যেন আরও একবার প্রমাণ করল ঝিনাইদহের শৈলকুপার সাতগাছি গ্রামে ঘটে যাওয়া এক ঘটনা। চার সন্তানের জননী এক গৃহবধূর প্রেমে পড়ে গাইবান্ধা থেকে ছুটে এসেছেন এক তরুণী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপার ওই গৃহবধূর সঙ্গে গাইবান্ধার ওই তরুণীর পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রথমে বন্ধুত্ব, পরে তা রূপ নেয় গভীর ভালোবাসায়। পরিবার ও সমাজের বাধা উপেক্ষা করে ভালোবাসার টানে সবকিছু ছেড়ে শৈলকুপায় চলে আসেন ওই তরুণী।
ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন, ‘ভালোবাসা স্বাধীন’, আবার কারও মতে, সামাজিক ও ধর্মীয় দিক বিবেচনায় এটি ‘অস্বাভাবিক’। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে সাতগাছি গ্রামে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রেমের এই ব্যতিক্রমী ঘটনার পরিণতি কী হবে, সে দিকেই নজর সবার।