প্রকাশ্যে চাঁদাবাজির পর এবার প্রবাসীর স্ত্রীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি, যুবদল নেতা

- আপডেট সময় : ০৬:৪৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ২২ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি: সংগৃহীত
প্রকাশ্যে চাঁদাবাজির পর এবার এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন নয়নের বিরুদ্ধে।
বুধবার (২১ মে) রাতে নয়নের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হিসেবে সিসিটিভি এবং মোবাইলে ধারণ করা বেশ কিছু ভিডিও ফুটেজ স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে।
জানা যায়, অভিযুক্ত আনোয়ার হোসেন নয়ন কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কবিরহাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক।
একটি ভিডিওতে নয়নকে দেশীয় অস্ত্র হাতে ওই নারীর বাড়িরে সামনে হামলা করতে দেখা যায়।
এ সময় ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, টাকা না পেলে ধর্ষণ করে সেটার উসুল নেওয়া হবে।
আরেকটি ভিডিওতে নয়নকে আপত্তিকর বিভিন্ন কথা বলতে শোনা যায়, যা প্রচারযোগ্য নয়।
ভুক্তভোগী নারী (৩৬) কবিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফতেহজঙ্গপুর গ্রামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রী। তিনি ৬ তলা একটি বাড়ি নির্মাণের কাজ করছেন।
ভুক্তভোগী ওই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের আগে পরিবার নিয়ে ওমরা করতে সৌদি আরব যাই। আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে যুবদল নেতা নয়ন আমাকে বিদেশে থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপে কল দিতে থাকেন। বাড়িতে আসার পর তিনি বিভিন্ন অজুহাতে আমার কাছে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি প্রতিনিয়ত আমার বাড়িতে আক্রমণ করেন। আত্মীয়-স্বজনসহ মিস্ত্রিদেরকে হুমকিসহ মারধর করতে আসেন। ছোট তিনটি ছেলে নিয়ে আমি বাড়িতে একা থাকি। কখন কী হয়ে যায় আমি জানি না। নয়নের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। বিএনপি নেতা ও সমাজের লোকজনকে বলেও কোনো প্রতিকার পাচ্ছি না। আমার ছেলেরা স্কুল-মাদরাসায় যেতে গেলে সে তাদেরও পর্যন্ত ভয় দেখায়। আমি নিরাপত্তাহীনতায় আছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন গণমাধ্যমকে বলেন, তাদের কাছে আমি চাঁদা চাই নাই। প্রতিবেশী হওয়ায় বিভিন্ন বিষয় নিয়ে উচ্চবাচ্য হয়েছে। আর ভিডিওতে অশালীন হুমকির বিষয়টি ঝগড়ার মধ্যে কী বলতে কী বলেছি তা জানি না।
এর আগে আইন মন্ত্রণালয়ের এক কর্মচারীকে মোবাইলে যুবদল নেতা আনোয়ার হোসেন নয়ন টাকা চেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছিল। সেই কল রেকর্ড নিয়ে গত ১৫ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন বলেন, আগের বার অভিযোগ পেয়ে নয়নকে কঠোর সতর্কতা ও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পরে সে ফেসবুকে পদ থেকে অব্যাহতির ঘোষণাও দেয়। এবারের বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বুধবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবো।