বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জীবন ৬৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন

- আপডেট সময় : ০৯:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। ছবি:সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্টনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত রমজান মিয়া ওরফের জীবন চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রমজান মিয়া ওরফের জীবন (২৬) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাঠানঘাটি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পুরান ঢাকার আলু বাজারে থাকতেন এবং একটি জুতার কারখানায় কাজ করতেন।
নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, আমার চার ছেলেমেয়ের মধ্যে রমজানে ছিল একমাত্র ছেলে। গত ৫ আগস্ট বিকেলের দিকে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে মাথায় গুলিবিদ্ধ হয় রমজান। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ বিকেলের দিকে সেখানে মারা যায় জীবন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রমজান নামে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছিল বলে আমরা জানতে পারি। বুধবার বিকেলের দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।