ধর্মমন্ত্রীর চুরি হওয়া আইফোন অবশেষে চট্টগ্রাম থেকে উদ্ধার

- আপডেট সময় : ০২:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ধর্মমন্ত্রীর ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করা হয়েছে। ছবি:সংগৃহীত
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের চুরি হওয়া আইফোন ১৫ প্রো-ম্যাক্স অবশেষে চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) ধর্মমন্ত্রী নিজেই সাংবাদিকদের বিষয়টি জানান।
ফরিদুল হক জানান, ফোনটি চুরি হওয়ার সময় ঘটনাস্থলেই আমার লোকজন ছেলেটির ছবি তুলে ফেলে। পরে ওই ছবি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিলে তারা চট্টগ্রাম থেকে ফোনটি উদ্ধার করে। ছেলেটির বাড়ি যথাসম্ভব ময়মনসিংহে।
এর আগে, গত ৩০ এপ্রিল সকালে জামালপুরের ইসলামপুরে একটি জানাজায় গিয়ে পাঞ্জাবির পকেট থেকে ধর্মমন্ত্রীর ফোনটি চুরি হয়ে যায়। এ বিষয়ে সেদিনই ইসলামপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের গাড়ির ভেতর থেকে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ফোনটি উদ্ধার হয়।