পাবনায় ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ ম্যানেজার
- আপডেট সময় : ০৮:১১:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন ব্যাংকের পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ।
রোববার (৫ অক্টোবর) ঈশ্বরদী শাখা ও দাশুড়িয়া বাজার শাখা থেকে টাকা নেওয়ার পর দুপুরের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল থেকেই ব্যাংকে ভিড় করেছেন গ্রাহকরা।
জনতা ব্যাংকের পাকশী শাখায় নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য মাহবুব আলম বলেন, ম্যানেজার খালেদ সাইফুল্লাহ প্রথমে তাকে নিয়ে দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা নেন। পরে ঈশ্বরদী শাখায় গিয়ে আরও ১ কোটি টাকা তোলেন। এরপর ঈশ্বরদী থেকে পাকশী শাখায় ফেরার পথে স্টেশন রোডের একটি ব্যাংকের সামনে তাকে নামিয়ে দেন।
আনসার সদস্য মাহবুব আলম বলেন, এ সময় ম্যানেজার খালেদ তার নিজস্ব ব্যাংক একাউন্টে ১ লাখ টাকা পাঠানোর জন্য তাকে দেন। তিনি ম্যানেজারের কথামতো টাকা পাঠানোর পর ফিরে এসে ম্যানেজারকে আর খুঁজে পাননি। পরে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংক ম্যানেজার খালেদ সাইফুল্লাহ টাকা আত্মসাত করেছেন। বিষয়টি সম্ভবত দুদকের শিডিউলভুক্ত মামলার আওতায় পড়বে। জিডি হয়েছে, আমরা আমাদের মতো তদন্ত চালাচ্ছি।
























