ফ্লোটিলায় বাংলাদেশের পতাকা হাতে শহিদুল আলম
- আপডেট সময় : ০৮:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
মানবিক সহায়তা নিয়ে ভূমধ্যসাগর থেকে গাজার দিকে এগিয়ে চলা আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে যোগ দিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
বুধবার (১ অক্টোবর) তিনি এই নৌবহরের অন্তর্ভুক্ত ‘কনসায়েন্স’ জাহাজটির নিচের ডেক থেকে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে পরিচালিত এই ফ্লোটিলাটি বর্তমানে গাজা উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। শহিদুল আলম গত রোববার ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সেখান থেকেই তিনি গাজার দিকে যাত্রা করা এই আন্তর্জাতিক নৌবহরে যুক্ত হন।
তাঁর পোস্টে লেখা ছিল, ‘On lower deck of Conscience’ (অর্থাৎ: ‘কনসায়েন্স’এর নিচের ডেকে)। নৌবহরের প্রতিটি জাহাজে গাজার অবরুদ্ধ জনগণের জন্য খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী রয়েছে, যা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো বিভিন্ন দেশ থেকে আসা স্বেচ্ছাসেবী, মানবাধিকারকর্মী এবং পরিবেশকর্মী নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক উদ্যোগ। এর মাধ্যমে তারা ইসরায়েলি অবরোধের শিকার গাজার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে চাইছে।
























