ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। 

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় উল্টো পথে আসা ঢাকামুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখি একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ সিএনজিচালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার এসআই আবু তালেব ভূঁইয়া বলেন, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। 

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় উল্টো পথে আসা ঢাকামুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখি একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ সিএনজিচালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ত্রিশাল থানার এসআই আবু তালেব ভূঁইয়া বলেন, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।