শ্রমিকের সামনে সিংহ ছেড়ে দিলেন মালিক, ভিডিও ভাইরাল

- আপডেট সময় : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
লিবিয়ায় এক কৃষকের খামারে ঘটে যাওয়া ভয়াবহ এক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, খামারের মালিক তার মিশরীয় শ্রমিকের সামনে হঠাৎ একটি সিংহ ছেড়ে দেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রথমে মালিক শ্রমিককে সিংহকে চুমু খেতে বলেন। সিংহ এগিয়ে আসতেই আতঙ্কে দৌড়ে পালাতে থাকেন সেই শ্রমিক। এই দৃশ্য সামাজিক মাধ্যমে এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিও প্রকাশের পরই ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে একে ‘শ্রমিকের জীবনের সঙ্গে নিষ্ঠুর খেলা’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এ ঘটনায় লিবিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপের ঘোষণা দেয়নি। ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত সম্পর্কেও স্পষ্ট কিছু জানায়নি। তবে এই ভিডিওকে ঘিরে দেশটিতে শ্রমিক নিরাপত্তা, বন্যপ্রাণী নিয়ন্ত্রণ এবং আইনগত জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
A viral video shows a Libyan farm owner releasing a lion on an Egyptian worker.
Fortunately, the worker was unharmed, but the incident sparked widespread anger across Egypt and Libya, with critics calling it a grave insult to human dignity and demanding legal accountability for… pic.twitter.com/3XUGt27GJg
— ME24 – Middle East 24 (@MiddleEast_24) August 19, 2025
এর আগেও, লিবিয়ায় অভিবাসী শ্রমিকদের ওপর অমানবিক আচরণের খবর প্রকাশিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করছে। দেশটিতে বিদেশি শ্রমিকরা মানবপাচার, শোষণ ও নানান নির্যাতনের ঝুঁকিতে রয়েছেন। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শ্রমিক নিরাপত্তা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।