চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আটক করেছে সেনাবাহিনী

- আপডেট সময় : ০৯:২১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

আটক চান মিয়া। ছবি: সংগৃহীত
জোরপূর্বক চাঁদা নেয়া ও চাঁদা দাবির অভিযোগে চান মিয়া নামে ওয়ার্ড যুবদলের সাবেক এক সভাপতি আটক করেছে সেনাবাহিনী।
বিশেষ অভিযানে মঙ্গলবার (৮ জুলাই) রাতে তাকে আটকের পর ইতোমধ্যে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে। আটক চান মিয়া লালবাগ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।
জানা যায়, চান মিয়া লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়াপট্টি এলাকায় রিকশার গ্যারেজ স্থাপন করে সরকারি জায়গা দখল করে রেখেছেন। এছাড়া আওয়ামী সরকারের পতনের পর থেকেই তিনি আধিপত্য বিস্তার করে লালবাগ থানাধীন শহিদ নগর এলাকায় চাঁদাবাজি করে আসছেন।
সবশেষ মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টার দিকে জোরপূর্বক চাঁদা গ্রহণ ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহিদ নগরের ৩ নম্বর গলি থেকে চান মিয়াকে আটক করে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল। পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে লালবাগ থানা পুলিশ।