সেতুর রেলিং ভেঙে খালে যাত্রীবাহী বাস, আহত ২৫ 

বরিশাল প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পড়ে ২৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার লালপোল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বরিশালগামী মামুন পরিবহনের ওই বাসটি বেপরোয়া গতি ও প্রবল বর্ষার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে।

স্থানীয়রা পরিবহনটির অবস্থা দেখে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

সেতুর রেলিং ভেঙে খালে যাত্রীবাহী বাস, আহত ২৫ 

আপডেট সময় : ১০:২৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাল পড়ে ২৫ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গৌরনদী পৌরসভার লালপোল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৪০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বরিশালগামী মামুন পরিবহনের ওই বাসটি বেপরোয়া গতি ও প্রবল বর্ষার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে।

স্থানীয়রা পরিবহনটির অবস্থা দেখে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।