সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে বিস্ফোরণ, আহত ১০ শিক্ষার্থী মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশি আটক সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রের মাকে নিয়ে উধাও মাদরাসাশিক্ষক, অতঃপর.. ট্রাম্পের হুমকি, ভারতের পাশে দাঁড়াল রাশিয়া ঐতিহাসিক গণঅভ্যুত্থান উপলক্ষে ডিমলায় বিএনপি’র জাঁকজমকপূর্ণ আনন্দ র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত ভারতে বাংলাদেশি যুবককে আটকে নির্যাতন, ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি ভারতে বাংলাদেশি যুবককে আটকে নির্যাতন, ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি সড়ক ডুবে যাওয়ায় সাজেকে যান চলাচল বন্ধ, আটকা পড়েছেন পর্যটক
সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে বিস্ফোরণ, আহত ১০ শিক্ষার্থী মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ২৬ বাংলাদেশি আটক সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দেশব্যাপী বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা ছাত্রের মাকে নিয়ে উধাও মাদরাসাশিক্ষক, অতঃপর.. ট্রাম্পের হুমকি, ভারতের পাশে দাঁড়াল রাশিয়া ঐতিহাসিক গণঅভ্যুত্থান উপলক্ষে ডিমলায় বিএনপি’র জাঁকজমকপূর্ণ আনন্দ র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত ভারতে বাংলাদেশি যুবককে আটকে নির্যাতন, ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি ভারতে বাংলাদেশি যুবককে আটকে নির্যাতন, ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি সড়ক ডুবে যাওয়ায় সাজেকে যান চলাচল বন্ধ, আটকা পড়েছেন পর্যটক

টরন্টোর সন্ধ্যা মাতালেন সঙ্গীত শিল্পী শান্তা

ONLINE DESK
  • আপডেট সময় : ১২:১২:০১ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টরেন্টোর বাঙ্গালী কমিউনিটিকে কণ্ঠের অসাধারণ কারুকাজে সুরের মূর্ছনায় পুরো সন্ধ্যা মাতিয়ে রাখলেন শিল্পী রিফাত নুর শান্তা। গানে গানে সমবেত টরন্টোর দর্শক-শ্রোতা ভাসল ভিন্নরকম আবেশে। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল ‘রিফাত নুর শান্তা: অ্যা নাইট অব মেলোডিজ’।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দন ইভেন্টস সেন্টারে শিল্পী রিফাত নুর শান্তার এ একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় আবৃত্তি শিল্পী দিলারা নাহার বাবুর সঞ্চালনায় মনোমুগ্ধকর এ আয়োজনে শিল্পী রিফাত নুর শান্তা প্রায় তিন ঘণ্টা ধরে নানা ধরনের গান গেয়ে দর্শকদের মুগ্ধ করে রাখেন।

শিল্পী রিফাত নুর শান্তার গান নির্বাচন, গান নিয়ে কথোপকথন, দর্শকদের সাথে শিল্পীর নিবিড় এবং নিরবচ্ছিন্ন সংযোগ পুরো আয়োজনটিকে স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। হলভর্তি দর্শক শ্রোতাও পুরো তিন ঘণ্টা মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন হয়ে শিল্পীর গান শুনেছেন। 

সাধারণ দর্শকরা এতোই উৎফুল্ল হয়েছিলেন যে, গানের সাথে তারা ঠোঁট মিলিয়েছেন, কণ্ঠ ছেড়ে গেয়েছেন, নেচেছেন, করতালিতে অডিটোরিয়াম মুখরিত করে রেখেছেন। শুধু তাই নয়, শিল্পী অনুষ্ঠান শেষ করতে চাইলেও দর্শকদের অনুরোধে আবারও কণ্ঠে সুর তুলে নেন। আর সে গানের সাথে প্রাণ খুলে নেচে গেয়ে শিল্পীর সাথে একাত্ম হয়ে যান দর্শকরাও।

শিল্পী রিফাত নুর শান্তার পরিবেশনার তালিকায় আধুনিক গান, হারানো দিনের গান, সিনেমার গান, ধামাইল গান, জনপ্রিয় হিন্দি গান সবই ছিল। বিজয়ের মাস ডিসেম্বরের কথাও ভুলেননি তিনি। দেশের গান দিয়ে শুরু করেছেন আবার দেশের গান দিয়েই অনুষ্ঠান শেষ করেছেন তিনি।

যন্ত্রাংশে টরন্টোর দক্ষ মিউজিশিয়ানদের সংগত পরিবেশনাকে আরো আকর্ষণীয় করে তুলে। যন্ত্রাংশে ছিলেন- কি- বোর্ডে মেহেদি ফারুক, অক্টাপেড এ সৌরভ ধ্রুব, ব্যাস গিটার এ জয়, লিড গিটারে আবির এবং বাঁশিতে ভাসু ও তবলায় শ্রীবাস।

অনুষ্ঠানের এক পর্যায়ে আয়োজক- পৃষ্ঠপোষকদের পক্ষে স্থপতি মোস্তাক সারোয়ার এবং ফরিদা হক শুভেচ্ছা বক্তব্য রাখেন। শিল্পী রিফাত নুর শান্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লেখক রোমানা চৌধুরী।

প্রসঙ্গত, ১৯৯০- ৯৭ সালে শিশু শিল্পী হিসেবে চারটি জাতীয় পুরস্কারসহ ১৯টি পুরস্কারে ভূষিত শিল্পী রিফাত নুর শান্তার টরন্টোয় এটিই প্রথম একক সঙ্গীত অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন