শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি

- আপডেট সময় : ০৬:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ড. মো: হযরত আলী।
( ২১ মে ) গত বুধবার বিকালে শিক্ষা উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভূঞা
ইউজিসির দায়িত্বশীল সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ড. হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চুয়েটে ফিরে গেছেন। গতকাল পদত্যাগ করার পর কুয়েট ভিসির ব্যক্তিগত গাড়ি তিনি ফিরিয়ে দেন। টানা আড়াই মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রফেসর ড. মো. মাসুদকে সরিয়ে দেয়ার পর গত ৩০ এপ্রিল অন্তর্বর্তীকাল ভিসি হিসেবে নিয়োগ পান। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগ দেয়। গতকাল ভিসির পদত্যাগ দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে তিনি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে যান।
কুয়েটের চলমান অচল অবস্থা নিরশসনে এখনো পর্যন্ত নতুন কাউকে ভিসি ও প্রো-ভিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়নি।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ জানান, শিক্ষকদের আন্দোলনের কারনে বিশ্ববিদ্যালয় অস্থিরতা চলছে। তাদের আল্টিমেটামের কারণে অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডঃ হযরত আলী পদত্যাগ করতে পারেন বলে মনে হচ্ছে।
কুয়েটের রেজিস্টার জানান, অন্তর্বর্তীকালীন ভিসি পদত্যাগ করেছেন এ বিষয়টি তিনি টেলিফোনে নিশ্চিত হয়েছেন।