৩ সন্তানসহ প্রেমিকের সঙ্গে গৃহবধূ পালায়,অতঃপর বগুড়া থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিখোঁজ হওয়া তিন সন্তানসহ সেই গৃহবধূ উদ্ধার ছবি:সংগৃহীত

 

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে তিন সন্তানসহ নিখোঁজ গৃহবধূকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বগুড়া সদর উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার জেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী গৃহবধূ খালেদা আক্তার রিতু (২৮), তার তিন কন্যা তাবাসসুম আক্তার (১০), তানিশা আক্তার (৭) এবং হুমায়রা আক্তার (৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন জানান, গত ৬ মাস ধরে মোবাইলে বগুড়ার মেহেদী হাসান নামে এক তরুণের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক চলছিল। শুক্রবার মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। একই দিন ওই গৃহবধূ তিন কন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। পরে মেহেদীর সঙ্গে তারা বগুড়ায় চলে যান। এ ঘটনায় গৃহবধূর পিতা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্ত শুরু করলে তাদের বগুড়া থেকে উদ্ধার করা হয়। প্রেমিক মেহেদী হাসান ও নিখোঁজ তিন সন্তানসহ গৃহবধূকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসছে পুলিশের একটি দল। পরে তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য জানা যাবে।

উল্লেখ্য, গত রোববার (২ জুন) তার স্ত্রী তিন কন্যাকে নিয়ে বিজয়নগর উপজেলার মিরাশানী (ভূঁইয়া বাড়ী) পিত্রালয়ে বেড়াতে যায়। গত শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার স্ত্রী খালেদা আক্তার রিতু তিন কন্যাকে নিয়ে আখাউড়ায় বাড়িতে আসার জন্য ওই এলাকার পরিচিত অটোরিকশাযোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজারে আসেন। পরে এই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত পরিচয় অন্য একটি অটোরিকশায় উঠে।

সন্ধ্যা গড়িয়ে এলেও স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে না পৌঁছালে গৃহবধূর স্বামী আতাউর রহমান ভূঁইয়া শ্বশুরকে ফোন করে খবর পান তারা সকালেই বাড়ির উদ্দেশ্য বেড়িয়ে এসেছেন। পরে আশপাশের আত্মীয়-স্বজন, হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার (১ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর পিতা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিউজটি শেয়ার করুন

৩ সন্তানসহ প্রেমিকের সঙ্গে গৃহবধূ পালায়,অতঃপর বগুড়া থেকে উদ্ধার

আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

নিখোঁজ হওয়া তিন সন্তানসহ সেই গৃহবধূ উদ্ধার ছবি:সংগৃহীত

 

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে তিন সন্তানসহ নিখোঁজ গৃহবধূকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বগুড়া সদর উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার জেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী গৃহবধূ খালেদা আক্তার রিতু (২৮), তার তিন কন্যা তাবাসসুম আক্তার (১০), তানিশা আক্তার (৭) এবং হুমায়রা আক্তার (৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন জানান, গত ৬ মাস ধরে মোবাইলে বগুড়ার মেহেদী হাসান নামে এক তরুণের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক চলছিল। শুক্রবার মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। একই দিন ওই গৃহবধূ তিন কন্যাকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। পরে মেহেদীর সঙ্গে তারা বগুড়ায় চলে যান। এ ঘটনায় গৃহবধূর পিতা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্ত শুরু করলে তাদের বগুড়া থেকে উদ্ধার করা হয়। প্রেমিক মেহেদী হাসান ও নিখোঁজ তিন সন্তানসহ গৃহবধূকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আসছে পুলিশের একটি দল। পরে তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য জানা যাবে।

উল্লেখ্য, গত রোববার (২ জুন) তার স্ত্রী তিন কন্যাকে নিয়ে বিজয়নগর উপজেলার মিরাশানী (ভূঁইয়া বাড়ী) পিত্রালয়ে বেড়াতে যায়। গত শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার স্ত্রী খালেদা আক্তার রিতু তিন কন্যাকে নিয়ে আখাউড়ায় বাড়িতে আসার জন্য ওই এলাকার পরিচিত অটোরিকশাযোগে বিজয়নগরের সিঙ্গারবিল বাজারে আসেন। পরে এই অটোরিকশা থেকে নেমে অজ্ঞাত পরিচয় অন্য একটি অটোরিকশায় উঠে।

সন্ধ্যা গড়িয়ে এলেও স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে না পৌঁছালে গৃহবধূর স্বামী আতাউর রহমান ভূঁইয়া শ্বশুরকে ফোন করে খবর পান তারা সকালেই বাড়ির উদ্দেশ্য বেড়িয়ে এসেছেন। পরে আশপাশের আত্মীয়-স্বজন, হাসপাতালসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার (১ জুন) দুপুরে নিখোঁজ গৃহবধূর পিতা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।