
কলকাতায় যাওয়া আটকে আছে এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।ছবি:সংগৃহীত
ভিসা জটিলতায় কলকাতায় যাওয়া আটকে আছে নিহত এমপি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের।
ভিসা হাতে পেলে বুধবার বা বৃহস্পতিবার সকালে কলকাতায় যাবেন তিনি। বুধবার (২৯ মে) সকালে কালীগঞ্জে এমপির বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ডরিন।
তিনি জানান, কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে। তবে ডিএনএ টেস্টের জন্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি তাদের পরিবারকে।
সস/টিটি