
বরিশাল : বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন। ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমউদ্দিন। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম।
অন্যদিতে বাকেরগঞ্জ উপজেলায় রাজিব আহম্মেদ তালুকদার (প্রতীক কাপ পিরিচ) ৩৭ হাজার ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া বাকি দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ ফিরোজ আলম খান (দোয়াত কলম) পেয়েছেন ১ হাজার ৫১ ভোট। আরেক চেয়ারম্যান প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম খান (মোটরসাইকেল) পেয়েছেন ২৮৩ ভোট।