ভিয়েতনামে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ১২

- আপডেট সময় : ০৩:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় দুই শিশুসহ দশ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।
শনিবার (২৬ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই) রাতে হা তিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হ্যানয় থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ট্রাফিক সাইনপোস্টে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছেন, যাদের সবাই ভিয়েতনামী। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দেশীয় পর্যটক ছিলেন যারা ছুটি কাটাতে দা নাং ভ্রমণ করছিলেন।
দক্ষিণ চীন সাগরের মুখোমুখি একটি প্রাক্তন ফরাসি ঔপনিবেশিক বন্দর শহর দা নাং, দেশটিতে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় ড্যান ট্রাই নিউজ সাইটকে বলেন, বাসটি উল্টে গেল… আমার শরীর এবং হাত থেঁতলে যাওয়ায় আমি উঠে বসতে পারছিলাম না। নিহত এবং গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজন বাসের সামনের দিকে অবস্থিত স্লিপার বাস।ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে সড়কে দুর্ঘটনায় দেশটিতে ৫ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছেন। গত বছর একই সময়ে সড়কে মৃত্যু হয়ে ছিল ৫ হাজার ৩৪৩ জনের। কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।