ট্রাম্পকে হত্যাচেষ্টা: শাস্তি পেলেন মার্কিন ৬ গোয়েন্দা কর্মকর্তা

- আপডেট সময় : ০৩:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
গত বছর নির্বাচনী প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ছয় গোয়েন্দা কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চলাকালে দায়িত্বরত ওই কর্মকর্তারা ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত থাকবেন। খবর রয়টার্সের।
সাজাপ্রাপ্ত ওই কর্মকর্তাদের পরিচয় বা বরখাস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গত বছর ১৩ জুলাই পেনসিলভিনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দিতে মঞ্চে উঠেছিলেন তিনি। সে সময় নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
হামলাকারীর গুলিতে ট্রাম্প ও তার আশেপাশের কয়েকজন আহত এবং এক সমর্থক নিহত হয়েছিলেন। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হন। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসে একাধিক তদন্ত শুরু হয় এবং সংস্থাটির পরিচালক পদত্যাগ করেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, স্থানীয় পুলিশকে তাদের যোগাযোগব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ভুল করেছিল সিক্রেট সার্ভিস। আর ওই ভবনের ছাদে কাউকে পাহারায় না রাখা ছিল আরেকটি ভুল। তো, একাধিক ভুল হয়েছে, যা হওয়া উচিত ছিল না।
ওই জনসভা চলাকালীন ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা শন কুরান বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য বহু পদক্ষেপ নিয়েছে সিক্রেট সার্ভিস। কংগ্রেশনাল ওভারসাইট বডির তরফ থেকে পেশকৃত ৪৬টির মধ্যে ২১টি পরামর্শই ইতোমধ্যে প্রয়োগ করা হয়েছে। আরও ১৬টি প্রক্রিয়াধীন আছে। বাকি ৯টি তাদের জন্য নয়।
সংস্থাটি আরও জানিয়েছে, ট্রাম্পের গলফ কোর্সেও নিরাপত্তা জোরদারে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পেনসিলভিনিয়া ঘটনার কয়েকদিন পরই আরেকবার প্রাণহানির হুমকির মুখে পড়েছিলেন ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ মালিকানাধীন গলফ কোর্সে অবকাশযাপনে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী। কোর্সের কাছ থেকে ট্রাম্পের হত্যার উদ্দেশ্যে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে বন্দুকসহ আটক করা হয় সে সময়।