সংবাদ শিরোনাম ::
আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ৫ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ পৃথিবীর চেয়ে বড় নতুন গ্রহের সন্ধান শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ মুরাদনগরে নারীকে ধর্ষণ, ভিডিও ছড়ানোর মূলহোতা ৫ দিনের রিমান্ডে বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলি ৫ সামরিক স্থাপনায়: রয়টার্স বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর দিলো আরব আমিরাত দেশের দুই জেলায় প্রবল বন্যার আশঙ্কা
সংবাদ শিরোনাম ::
আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ৫ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ পৃথিবীর চেয়ে বড় নতুন গ্রহের সন্ধান শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ মুরাদনগরে নারীকে ধর্ষণ, ভিডিও ছড়ানোর মূলহোতা ৫ দিনের রিমান্ডে বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে ইসরায়েলি ৫ সামরিক স্থাপনায়: রয়টার্স বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর দিলো আরব আমিরাত দেশের দুই জেলায় প্রবল বন্যার আশঙ্কা

পৃথিবীর চেয়ে বড় নতুন গ্রহের সন্ধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

মহাকাশে আরেকটি সম্ভাব্য পৃথিবীর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নতুন গ্রহটির নাম টিওআই-১৮৪৬বি (TOI-1846b)। বিজ্ঞানীরা বলছেন, গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা একে জীবন-ধারণযোগ্য গ্রহের কাতারে নিয়ে যেতে পারে।

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, গ্রহটির বয়স আনুমানিক ৭২০ কোটি বছর এবং এর ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় প্রায় ১.৭ গুণ বড়। বিজ্ঞানীরা একে সুপার-আর্থ অথবা বরফ-পানির গ্রহ হিসেবে বর্ণনা করছেন। গ্রহটি তার মূল নক্ষত্র টিওআই-১৮৪৬-কে প্রতি ৯.৯৩ দিনে একবার প্রদক্ষিণ করে। এতে অনুমান করা হয়েছে, গ্রহটির পৃষ্ঠতলের তাপমাত্রা প্রায় ৫৬৮ কেলভিন (প্রায় ২৯৫ ডিগ্রি সেলসিয়াস)।

এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন মরক্কোর ওউকাইমেডেন অবজারভেটরির গবেষক আবদেরাহমানে সৌবকিউর। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) এবং স্থলভিত্তিক ফটোমেট্রিক ও স্পেকট্রাল ইমেজিং তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই নতুন গ্রহের অস্তিত্ব শনাক্ত করা হয়।

২০২৫ সালে এটি দ্বিতীয় সুপার-আর্থ আবিষ্কার। এর আগে পাওয়া গিয়েছিল এইচডি ২০৭৯৪ ডি (HD 20794 d) নামের আরেকটি গ্রহ, যার ভর পৃথিবীর চেয়ে ছয় গুণ বেশি।

এই ধরণের গ্রহ আবিষ্কার আমাদের সৌরজগতের বাইরের জগৎ সম্পর্কে জানার দ্বার উন্মোচন করছে। পাশাপাশি এটি ভবিষ্যতে অন্য গ্রহে বসবাসের সম্ভাবনাও উজ্জ্বল করছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নিউজটি শেয়ার করুন

পৃথিবীর চেয়ে বড় নতুন গ্রহের সন্ধান

আপডেট সময় : ০৬:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

ছবি: সংগৃহীত

মহাকাশে আরেকটি সম্ভাব্য পৃথিবীর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরে, পৃথিবী থেকে প্রায় ১৫৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নতুন গ্রহটির নাম টিওআই-১৮৪৬বি (TOI-1846b)। বিজ্ঞানীরা বলছেন, গ্রহটিতে পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা একে জীবন-ধারণযোগ্য গ্রহের কাতারে নিয়ে যেতে পারে।

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, গ্রহটির বয়স আনুমানিক ৭২০ কোটি বছর এবং এর ব্যাসার্ধ পৃথিবীর তুলনায় প্রায় ১.৭ গুণ বড়। বিজ্ঞানীরা একে সুপার-আর্থ অথবা বরফ-পানির গ্রহ হিসেবে বর্ণনা করছেন। গ্রহটি তার মূল নক্ষত্র টিওআই-১৮৪৬-কে প্রতি ৯.৯৩ দিনে একবার প্রদক্ষিণ করে। এতে অনুমান করা হয়েছে, গ্রহটির পৃষ্ঠতলের তাপমাত্রা প্রায় ৫৬৮ কেলভিন (প্রায় ২৯৫ ডিগ্রি সেলসিয়াস)।

এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন মরক্কোর ওউকাইমেডেন অবজারভেটরির গবেষক আবদেরাহমানে সৌবকিউর। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (TESS) এবং স্থলভিত্তিক ফটোমেট্রিক ও স্পেকট্রাল ইমেজিং তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই নতুন গ্রহের অস্তিত্ব শনাক্ত করা হয়।

২০২৫ সালে এটি দ্বিতীয় সুপার-আর্থ আবিষ্কার। এর আগে পাওয়া গিয়েছিল এইচডি ২০৭৯৪ ডি (HD 20794 d) নামের আরেকটি গ্রহ, যার ভর পৃথিবীর চেয়ে ছয় গুণ বেশি।

এই ধরণের গ্রহ আবিষ্কার আমাদের সৌরজগতের বাইরের জগৎ সম্পর্কে জানার দ্বার উন্মোচন করছে। পাশাপাশি এটি ভবিষ্যতে অন্য গ্রহে বসবাসের সম্ভাবনাও উজ্জ্বল করছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।