মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ০৭:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত ট্রাক থামিয়ে শামীম (৩২) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।নিহত শামীম সিরাজগঞ্জের বাসিন্দা। তিনি শাহ সিমেন্ট কোম্পানির ট্রাক চালক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে শামীম মুন্সীগঞ্জ থেকে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ে সাভারের উদ্দেশে রওনা দেন। ট্রাকটি বিশমাইল এলাকায় ইউটার্ন নিয়ে সাভারগামী লেনে প্রবেশ করলে কয়েকজন দুর্বৃত্ত ট্রাক থামিয়ে চালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহ সিমেন্টের পরিদর্শক মোহাম্মদ হানিফ শিকদার জানান, শামীমের ট্রাকে প্রায় তিনশ বস্তা সিমেন্ট ছিল। তিনি বলেন, ছিনতাইকারীরা তাকে কুপিয়েছে, তবে পণ্য বা অন্য কিছু লুট হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সকাল সাড়ে ৯টার দিকে শামীমকে গুরুতর আহত অবস্থায় আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, ঘটনার কারণ অনুসন্ধান চলছে। শামীমের সঙ্গে কোনো সহকারী ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।