সংবাদ শিরোনাম ::
গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় বজ্রাপাতে স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু, পুরো এলাকা শোকাহত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের জাতীয় নাগরিক পার্টির (আহ্বায়ক) নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত দিনাজপুরে সড়কে পুলিশের গাড়িকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা,গ্রেপ্তার ২ বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগে, মোস্তাফিজুরকে প্রত্যাহার বরগুনায় নারীকে ধর্ষণে চেষ্টাকালে দুই শিশুসন্তান বাধা দেওয়ায় হত্যা, আসামির মৃত্যুদণ্ড:আদালত গাজীপুরে চার একর জমি, ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, ৫৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজ বাড়িতে সন্তানদের পিটুনিতে,৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিম হাসপাতালে ভর্তি নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন,ব্যাগ টান দিয়ে নারীকেও টেনেহিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় বজ্রাপাতে স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু, পুরো এলাকা শোকাহত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের জাতীয় নাগরিক পার্টির (আহ্বায়ক) নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত দিনাজপুরে সড়কে পুলিশের গাড়িকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা,গ্রেপ্তার ২ বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগে, মোস্তাফিজুরকে প্রত্যাহার বরগুনায় নারীকে ধর্ষণে চেষ্টাকালে দুই শিশুসন্তান বাধা দেওয়ায় হত্যা, আসামির মৃত্যুদণ্ড:আদালত গাজীপুরে চার একর জমি, ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, ৫৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজ বাড়িতে সন্তানদের পিটুনিতে,৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিম হাসপাতালে ভর্তি নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন,ব্যাগ টান দিয়ে নারীকেও টেনেহিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী

কে কোন আসনে নির্বাচন করবেন, তা–ও ঠিক করে দিচ্ছে ইসি: রিজভী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ সোমবার ঢাকার উত্তরায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মহিলা দল মিছিল করে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোন আসনে কে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে দিচ্ছে নির্বাচন কমিশন। যেখানে যাকে রাখার দরকার তাঁকে রেখে বাকিদের মনোনয়ন বাতিল করা হচ্ছে। তিনি এ ধরনের প্রহসন বন্ধের আহ্বান জানিয়েছেন।বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানীর উত্তরা এলাকায় মহিলা দলের মিছিলের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাতটায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের উত্তর দিক থেকে ঢাকা গাজীপুর প্রধান সড়ক পর্যন্ত এ মিছিল হয়।

মিছিলের পর সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে দিচ্ছে। লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ এখন দিশাহারা।

মহিলা দলের মিছিলে আরও ছিলেন এই সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্যসচিব রুনাসহ প্রমুখ।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দলের মহাসচিবসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপিসহ বিভিন্ন দল ও জোট। এই দাবিতেই আজ তাদের ৯ম দফার অবরোধের শেষ দিন চলছে। দুই দিনের এ অবরোধ কর্মসূচি আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে।

অবরোধের সমর্থনে বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনগুলোও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বলে দলটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। তাঁরা অভিযোগ করেন, দৈনিক বাংলা মোড়ে পুলিশ তাঁদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে আসাদগেটে অবরোধের সমর্থনে মিছিল হয়।

নিউজটি শেয়ার করুন