রাজশাহীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ’চেষ্টা,বৃদ্ধ জনতার হাতে আটক

- আপডেট সময় : ১০:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সময়ের সন্ধানে
রাজশাহীর দুর্গাপুর উপজেলাতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আব্দুস সাত্তার নামের (৬৮) বছরের এক বৃদ্ধকে আটক করেছে গ্রামবাসী। এ সময় আটক ওই বৃদ্ধ এর গলায় জুতার মালা ও মুখে চুনকালি মেখে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় এলাকাবাসী।
আজ সোমবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলার ৫ নংঝালুকা ইউনিয়ন সায়বাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধ একই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আব্দুস সাত্তার শিশুটিকে ফুসলিয়ে জোর করে বাড়ির পাশে বাঁশঝাড়ের দিকে নিয়ে যান। এরপর শিশুটির পোশাক টেনেহিচরে খোলার চেষ্টা চালায় একপর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার চেঁচামেচি শুরু করলে তিনি সেখান থেকে পালিয়ে জান।
শিশুটি কান্না করতে করতে বাসায় এসে তার দাদিকে ঘটনাটি খুলে বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন পরের শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে পালিয়ে যাওয়া অভিযুক্ত আব্দুর সাত্তারকে একটি পুকুরপাড় থেকে আটক করেন স্থানীয় এলাকাবাসী।
সায়বাড় গ্রামের গ্রাম পুলিশ রমজান আলী বলেন, আব্দুস সাত্তার একজন লম্পট এ ধরনের অনেক খারাপ অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর আগে নওদা সায়বাড় গ্রামে এক প্রতিবন্ধীর সঙ্গে এ ধরনের কাজ করতে গিয়ে ধরা পড়েছিলেন। এ ঘটনায় তাকে জরিমানা দিতে হয়েছিল।
শিশুটির দাদি জানান, আজ সোমবার সকালে বৃষ্টির সময় তার নাতি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।
বের হওয়ার ঘণ্টাখানেক পরে সে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে উক্ত ঘটনা বলার সময় সে জ্ঞান হারিয়ে ফেলে। শিশুটির গলা বুকে আঙ্গুলের হাচুরের দাগ রয়েছে এলাকাবাসী ও তার পরিবার এমন ঘটনায় ওই বৃদ্ধের সর্বোচ্চ শাস্তি দাবি জানান।
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা সময়ের সন্ধানে জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।