ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

কানাডার জাদুঘরে বাংলাদেশের শিল্প-সৌন্দর্য

  • ONLINE DESK
  • আপডেট সময় : ১২:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 105

কানাডার টরন্টোতে ‘রয়্যাল অন্টারিও মিউজিয়াম’ (আরওএম) বিশ্বের কয়েকটি সমৃদ্ধ জাদুঘরের একটি। উত্তর আমেরিকা তথা কানাডার সবচেয়ে বড় এ জাদুঘর ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর প্রায় ১৫ লাখ দর্শনার্থী এই জাদুঘর দেখতে আসে।

এতে তুলে ধরা হয়েছে শিল্প, বিশ্ব-সংস্কৃতি এবং প্রকৃতির ইতিহাস। এখানেই চলছে ‘বিয়িং অ্যান্ড বিলংগিং’ শিরোনামে শিল্প প্রদর্শনী। এবছর পহেলা জুলাই শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। সমকালীন মুসলিম বিশ্বের ২৫ নারী শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী।

এতে স্থান পেয়েছে বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির তিনটি শিল্পকর্ম। স্টেইনলেস স্টিল ব্লেডের তৈরি এক জোড়া হাই হিল জুতো, শিল্পী তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন ‘নট ফর মি’। একই মাধ্যমের ছবি ‘ফ্রক’, মেয়েদের জনপ্রিয় পোশাক এবং হিজড়া সম্প্রদায়ের জীবনযন্ত্রণা নিয়ে একটি প্রামাণ্যচিত্র।

কানাডার জাতীয় সংসদ ২০০৭ সালে অক্টোবর মাসকে ‘কানাডিয়ান ইসলামিক হিস্ট্রি মান্থ’ হিসেবে ঘোষণা করে। ঘোষণার পর থেকে কবিতা, চলচ্চিত্র ও শিল্পকলার মাধ্যমে কানাডার সামাজিক উন্নয়নে মুসলিম জনগোষ্ঠীর অবদানকে তুলে ধরা হয়। তাছাড়া কানাডা সরকার ১৯৯২ সালে থেকে অক্টোবর মাসকে উইমেন’স হিস্ট্রি মান্থ হিসেবে পালন করে আসছে। অক্টোবর মাসের এই দুই ইভেন্টকে স্মরণীয় করে রাখতে রয়্যাল অন্টারিও মিউজিয়ামের এ উদ্যোগ।

এ প্রসঙ্গে কানাডার ‘গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকায় এক সাক্ষাৎকারে জাদুঘরের কিউরেটর ফাহমিদা সোলাইমান বলেন, “বিশ্বব্যাপী ক্ষমতার দ্বন্দ্ব কিংবা আন্দোলন সংগ্রামের ফলে ব্যক্তি বা ভৌগলিক অবস্থানের উপর যে প্রভাব, যার অবশ্যম্ভাবী ফলাফল শরণার্থীর মতো যুগযন্ত্রণা। মূলত এসবই তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে।” 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কানাডার জাদুঘরে বাংলাদেশের শিল্প-সৌন্দর্য

আপডেট সময় : ১২:৫৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

কানাডার টরন্টোতে ‘রয়্যাল অন্টারিও মিউজিয়াম’ (আরওএম) বিশ্বের কয়েকটি সমৃদ্ধ জাদুঘরের একটি। উত্তর আমেরিকা তথা কানাডার সবচেয়ে বড় এ জাদুঘর ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর প্রায় ১৫ লাখ দর্শনার্থী এই জাদুঘর দেখতে আসে।

এতে তুলে ধরা হয়েছে শিল্প, বিশ্ব-সংস্কৃতি এবং প্রকৃতির ইতিহাস। এখানেই চলছে ‘বিয়িং অ্যান্ড বিলংগিং’ শিরোনামে শিল্প প্রদর্শনী। এবছর পহেলা জুলাই শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। সমকালীন মুসলিম বিশ্বের ২৫ নারী শিল্পীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী।

এতে স্থান পেয়েছে বাংলাদেশের শিল্পী তৈয়বা বেগম লিপির তিনটি শিল্পকর্ম। স্টেইনলেস স্টিল ব্লেডের তৈরি এক জোড়া হাই হিল জুতো, শিল্পী তার এই শিল্পকর্মের নাম দিয়েছেন ‘নট ফর মি’। একই মাধ্যমের ছবি ‘ফ্রক’, মেয়েদের জনপ্রিয় পোশাক এবং হিজড়া সম্প্রদায়ের জীবনযন্ত্রণা নিয়ে একটি প্রামাণ্যচিত্র।

কানাডার জাতীয় সংসদ ২০০৭ সালে অক্টোবর মাসকে ‘কানাডিয়ান ইসলামিক হিস্ট্রি মান্থ’ হিসেবে ঘোষণা করে। ঘোষণার পর থেকে কবিতা, চলচ্চিত্র ও শিল্পকলার মাধ্যমে কানাডার সামাজিক উন্নয়নে মুসলিম জনগোষ্ঠীর অবদানকে তুলে ধরা হয়। তাছাড়া কানাডা সরকার ১৯৯২ সালে থেকে অক্টোবর মাসকে উইমেন’স হিস্ট্রি মান্থ হিসেবে পালন করে আসছে। অক্টোবর মাসের এই দুই ইভেন্টকে স্মরণীয় করে রাখতে রয়্যাল অন্টারিও মিউজিয়ামের এ উদ্যোগ।

এ প্রসঙ্গে কানাডার ‘গ্লোব অ্যান্ড মেইল’ পত্রিকায় এক সাক্ষাৎকারে জাদুঘরের কিউরেটর ফাহমিদা সোলাইমান বলেন, “বিশ্বব্যাপী ক্ষমতার দ্বন্দ্ব কিংবা আন্দোলন সংগ্রামের ফলে ব্যক্তি বা ভৌগলিক অবস্থানের উপর যে প্রভাব, যার অবশ্যম্ভাবী ফলাফল শরণার্থীর মতো যুগযন্ত্রণা। মূলত এসবই তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীর মাধ্যমে।”