সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি ও সিন্ডিকেটের প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৬:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

ছবি: সময়ের সন্ধানে
লীফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রার অফিসার মোঃ লুৎফর রহমান মোল্লা এর সীমাহীন দুর্নীতি ও অফিস সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন করেন, জলঢাকা উপজেলার সচেতন নাগরিক সমাজ।
আজ ২৫ আগস্ট ২০২৫ ইং রোজ সোমবার স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে সকাল ১১.০০ ঘটিকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন সফল করার লক্ষ্যে, ছাত্র,আমজনতা, সুশীল সমাজ, সাংবাদিক সহ সকল স্তরের মানুষ এ মানববন্ধনে যোগদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জলঢাকায় সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদন করতে গেলে বিভিন্ন দলিলে, বিভিন্ন অংকে টাকা নিয়ে দলিল সম্পাদন করেন জলঢাকা সাব-রেজিস্টার অফিসার মোঃ লুৎফর রহমান মোল্লা। অফিসের নিম্ন স্তর থেকে শুরু হয় টাকা নেওয়া। বক্তারা আরো বলেন, এই সাব-রেজিস্ট্রি অফিসার মানুষকে শোষণ করছে, মানুষ কত কষ্ট করে অর্থ উপার্জন করে দলিল সম্পাদন করতে যায় এই অফিসে, কিন্তু এই অফিসার টাকার মোহেয় পড়ে, ওধিক টাকা নিয়ে দলিল সম্পাদন করে। কোনভাবেই এই সাব-রেজিস্টার অফিসার এর দুর্নীতি কমাতে পারেনি জলঢাকার অনেক মহল। তাই আমরা জলঢাকা উপজেলার সচেতন নাগরিক সমাজ সহ জলঢাকার বিভিন্ন স্তরের মানুষ কে নিয়ে, সাব-রেজিস্টার অফিসার মোঃ লুৎফর রহমান মোল্লা এর দুর্নীতি ঠেকাতে এ মানববন্ধনের আয়োজন করি।
এই মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই দুর্নীতিবাজ অফিসার মোঃ লুৎফুর রহমান মোল্লা সহ অফিস সিন্ডিকেট এর বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। যাতে অতিসত্বর এই দুর্নীতিবাজ অফিসারের সীমাহীন দুর্নীতির বিষয়ে জোর নজর রাখার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ করা হয়।