অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

- আপডেট সময় : ০৮:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ হিজড়াকে আটক করেছে বিজিবি।বুধবার (২০ আগস্ট) ভোর রাতে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা বাঁশতলা শহীদ মিনার এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার বালাকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে জাহেদুল ইসলাম (১৯), সুখের বাতি গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. রেজা আহমেদ (২০), মজিদা কলেজ পাড়ার মো. আবুল কালামের মেয়ে মোছা. মোসকান আক্তার (২০), বগুড়া জেলার কুচমা গ্রামের শহীদুল ইসলামের মো. রনি হাসান (২৫)। বিজিবি জানিয়েছে, আটককৃত ৪ হিজড়াকে বুধবার সকালে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বাঁশতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশী নাগরিক ৪ হিজড়া আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি ৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং লিখিত অভিযোগ করেছে। অভিযোগ থাকায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।