সিলেটের নতুন ডিসি ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি:সংগৃহীত

প্রশাসনের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপসচিব পদমর্যাদায় বর্তমানে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালন করা সারওয়ার আলম ভেজাল ও অনিয়মবিরোধী অভিযান পরিচালনা করে দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার দুঃসাহসিক ও ব্যতিক্রমী অভিযানগুলো তাকে ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ হিসেবে পরিচিতি এনে দেয়।

২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ করেই তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। এরপর তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর গত বছরের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান।

এর আগে, পদোন্নতি বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় তাকে অসদাচরণের দায়ে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’র শাস্তি দেওয়া হয়। ২০২২ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

সিলেটের নতুন ডিসি ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ সারওয়ার আলম

আপডেট সময় : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ছবি:সংগৃহীত

প্রশাসনের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপসচিব পদমর্যাদায় বর্তমানে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বপালন করা সারওয়ার আলম ভেজাল ও অনিয়মবিরোধী অভিযান পরিচালনা করে দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার দুঃসাহসিক ও ব্যতিক্রমী অভিযানগুলো তাকে ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ হিসেবে পরিচিতি এনে দেয়।

২০২০ সালের ৯ নভেম্বর হঠাৎ করেই তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। এরপর তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর গত বছরের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান।

এর আগে, পদোন্নতি বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় তাকে অসদাচরণের দায়ে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’র শাস্তি দেওয়া হয়। ২০২২ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।