আবাসিক হোটেল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার

সময়ের সন্ধানে ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত আলমগীর শরীয়তপুরের পালং থানার চব্বিশরশি গ্রামের আ. মজিদ খানের ছেলে।

রামপুরা থানার উপপরিদর্শক কাজী আবু জুবাইর জানান, বুধবার সকালের দিকে খবর পেয়ে মালিবাগ ডিইআইটি রোডের আবাসিক হোটেল আরা ইসলামের পঞ্চম তলার ৪১০ নম্বর কক্ষের বারান্দার সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, আবাসিক হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি— নিহত ব্যক্তি গত ৩ আগস্ট হোটেলের ৪১০ নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিল। গতকাল রাতে নিহত ব্যক্তি হোটেলের ম্যানেজারকে ফোন করে বলেন, তার একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট দরকার। পরে ম্যানেজার গ্যাস্ট্রিকের ট্যাবলেট ওই ব্যক্তিকে দিয়ে নিচে চলে আসে। এরপর আজ তার কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি থানাপুলিশকে জানানো হয়।

পরে আমরা এসে মরদেহ উদ্ধার করি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আবাসিক হোটেল থেকে আলমগীরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত আলমগীর শরীয়তপুরের পালং থানার চব্বিশরশি গ্রামের আ. মজিদ খানের ছেলে।

রামপুরা থানার উপপরিদর্শক কাজী আবু জুবাইর জানান, বুধবার সকালের দিকে খবর পেয়ে মালিবাগ ডিইআইটি রোডের আবাসিক হোটেল আরা ইসলামের পঞ্চম তলার ৪১০ নম্বর কক্ষের বারান্দার সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, আবাসিক হোটেল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি— নিহত ব্যক্তি গত ৩ আগস্ট হোটেলের ৪১০ নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিল। গতকাল রাতে নিহত ব্যক্তি হোটেলের ম্যানেজারকে ফোন করে বলেন, তার একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট দরকার। পরে ম্যানেজার গ্যাস্ট্রিকের ট্যাবলেট ওই ব্যক্তিকে দিয়ে নিচে চলে আসে। এরপর আজ তার কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি থানাপুলিশকে জানানো হয়।

পরে আমরা এসে মরদেহ উদ্ধার করি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।