সাবেক ডিবি প্রধান রেজাউল হলেন ঢাকা রেঞ্জের ডিআইজি

- আপডেট সময় : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ছবি:সংগৃহীত
সাবেক ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো: মাহবুবুর রহমান।
একটি প্রজ্ঞাপনে ছয়জন ও আরেকটি প্রজ্ঞাপনে ৯ জনকে বদলি করা হয়। প্রথম প্রজ্ঞাপন যাদের বদলি করা হয়েছে তারা হলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে অতিরিক্ত ডিআইজি চলতি (দায়িত্বে), শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো: ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজি মো: তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো: রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদফতরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকার এসপিবিএনের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশের আরেকটি প্রজ্ঞাপনে আরো ৯ জনকে বদলি করা হয়েছে। তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: ইকবালকে অধিনায়ক ১২ এপিবিএন, টিডিএসের অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে অতিরিক্ত ডিআইজি এসবি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো: আব্দুর রাজ্জাককে কমন্ড্যান্ট আরআরএফে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মাদ হারুন আর রশিদকে ৫ এপিবিএনের অধিনায়ক, এসবির অতিরিক্ত ডিআইজি মো: মিজানুর রহমানকে পিটিসি রংপুরে, সিআইডির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে পিটিসি রংপুরে, ৫ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি শামীমা আক্তারকে এটিইউতে, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মাদ মোখলেছুর রহমানকে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এবং এসবির অতিরিক্ত ডিআইজি এ এইচ এম আবদুর রকিবকে পিটিসি নোয়াখালীতে বদলি করা হয়েছে।