মানিকগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী, অভিযুক্ত ফুফা আইনুদ্দিনকে গ্রেফতার

- আপডেট সময় : ১১:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

অভিযুক্ত ফুফা আইনুদ্দিনকে (৩৮) ছবি:সংগৃহীত
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে করা মামলায় অভিযুক্ত ফুফা আইনুদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম। গ্রেফতারকৃত আইনুদ্দিন উপজেলার জার্মিতা ইউনিয়নের রামচন্দ্রপুর ধাইরাপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই বুদ্ধি প্রতিবন্ধী ছিল মেয়েটি। মাঝে মধ্যেই স্ত্রীর ভাইয়ের বাড়িতে বেড়াতে যেতেন আইনুদ্দিন। ঘটনার দিন মেয়েকে রেখে বাড়ির সবাই কৃষি কাজের জন্য মাঠে যান। এই সুযোগে আইনুদ্দিন ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবন্ধী মেয়েটিকে। ধর্ষণ শেষে কাউকে না জানানোর জন্য প্রাণনাশের ভয় দেখান। এর কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে মেয়ের শরীরের পরিবর্তন ও বমি করতে দেখে স্থানীয় এক প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়েটিকে। সেখানকার চিকিৎসক প্রতিবন্ধী মেয়েটি ১৬ সপ্তাহের গর্ভবতী বলে জানান। পরে মঙ্গলবার (২২ এপ্রিল) প্রতিবন্ধীর মা বাদী হয়ে থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করলে আইননুদ্দিনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা শিকার করেছেন আইননুদ্দিন। জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।