সংবাদ শিরোনাম ::
গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় বজ্রাপাতে স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু, পুরো এলাকা শোকাহত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের জাতীয় নাগরিক পার্টির (আহ্বায়ক) নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত দিনাজপুরে সড়কে পুলিশের গাড়িকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা,গ্রেপ্তার ২ বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগে, মোস্তাফিজুরকে প্রত্যাহার বরগুনায় নারীকে ধর্ষণে চেষ্টাকালে দুই শিশুসন্তান বাধা দেওয়ায় হত্যা, আসামির মৃত্যুদণ্ড:আদালত গাজীপুরে চার একর জমি, ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, ৫৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজ বাড়িতে সন্তানদের পিটুনিতে,৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিম হাসপাতালে ভর্তি নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন,ব্যাগ টান দিয়ে নারীকেও টেনেহিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় বজ্রাপাতে স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু, পুরো এলাকা শোকাহত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের জাতীয় নাগরিক পার্টির (আহ্বায়ক) নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত দিনাজপুরে সড়কে পুলিশের গাড়িকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে ডাকাতির চেষ্টা,গ্রেপ্তার ২ বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগে, মোস্তাফিজুরকে প্রত্যাহার বরগুনায় নারীকে ধর্ষণে চেষ্টাকালে দুই শিশুসন্তান বাধা দেওয়ায় হত্যা, আসামির মৃত্যুদণ্ড:আদালত গাজীপুরে চার একর জমি, ২০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার, ৫৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজ বাড়িতে সন্তানদের পিটুনিতে,৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিম হাসপাতালে ভর্তি নারী রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন,ব্যাগ টান দিয়ে নারীকেও টেনেহিঁচড়ে নিয়ে গেল ছিনতাইকারী

অগ্নিসন্ত্রাসের বীভৎস কাহিনি শোনালেন হতাহতদের স্বজনরা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: বাসে উত্তরা থেকে শনির আখড়া যাচ্ছিলের ওসমান নামে এক যাত্রী। সায়েদাবাদ পার হতেই হঠাৎ করে দেখতে পান বাসের ভেতর ছোড়া একটি বোতল থেকে আগুন জ্বলে উঠল।

কিছু বোঝার আগেই পুরো বাস ধোঁয়ায় আচ্ছন্ন। কোন পথে বের হবেন, খুঁজে পাচ্ছিলেন না ওসমান। আগুনে তার শরীর পুড়ছিল। উপায় না দেখে পেছনের কাচ ভেঙে কোনোমতে রক্ষা পান। তবে এরমধ্যেই তার শরীরের ৩০ ভাগ পুরে গেছে। এখন তিনি যন্ত্রণায় হাসপাতালে ছটফট করছেন।  

রোববার (৩ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে কাঁদতে কাঁদতে বীভৎস এ ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ওসমানের মেয়ে সানজিদা।  

তিনি বলেন, আমার বাবাসহ বাসে যারা ছিলেন, তারা তো কোনো দোষ করেননি। তাহলে কেন তারা আজ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে আহত হয়ে হাসপাতালে ছটফট করে রাত কাটাবেন? আমরা কি বিচার পাব না?

২০১৩ সাল থেকে এ পর্যন্ত অগ্নিসন্ত্রাসে আহত-নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধনের আয়োজন করে অগ্নিসন্ত্রাসের আর্তনাদ নামে একটি সংগঠন। আহত অনেকে এতে উপস্থিত ছিলেন।

হতাহতদের পরিবারের সদস্যসহ স্বজনরা অগ্নিসন্ত্রাসের বীভৎস কাহিনি তুলে ধরেন। তাদের কাহিনি শুনে উপস্থিতরা সবাই হতবাক হয়ে যান। আর্তনাদ আর কান্নায় শহীদ মিনার এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।  

২০১৫ সালে ৯ ফেব্রুয়ারি মাফরুফা বেগম তার পরিবার চার সদস্য নিয়ে রাতের বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। সবাই ছিলেন ঘুমে। কক্সবাজার পোঁছানোর ঠিক কয়েক ঘণ্টা আগে হঠাৎ করে বাসে পেট্রোল বোমা মেরে বাসে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা।  

কোনো কিছু বুঝে ওঠার আগে পুরো বাস আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায়। মাফরুফা বলেন, সেই বাসে আমি ও আমার মেয়ে বেঁচে ফিরতে পারলেও আমার স্বামী ও আমার এক ছেলে পুড়ে কয়লা হয়ে যায়। আজও আমার সন্তান-স্বামীর আর্তনাদ শুনতে পাই।

তিনি বলেন, আমার সন্তানের মা মা ডাক আমাকে এখনো ঘুমাতে দেয় না। সেদিন আমার স্বামী সন্তানসহ সাতটি তাজা প্রাণ শেষ হয়ে যায়। আজ আমি নিঃস্ব। পৃথিবীর কোনো দেশে ক্ষমতার কারণে এমন নৃশংস ঘটনা ঘটে কি না, আমার জানা নেই। আমি এর বিচার চাই।

সন্ত্রাসীদের হামলার শিকার মজিদ নামে এক ব্যক্তি বলেন, আমার বাড়ি ঠাকুরগাঁও। আমি ভ্যান চালাই। রাজনীতি বুঝি না। বিএনপি-জামায়াত বুঝি না। কাজ করি, ভাত খাই। ভ্যানগাড়ি নিয়ে বের হলে হামলার শিকার হই।  

নিউজটি শেয়ার করুন