বাংলাদেশের জনগণকে মোদির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
সময়ের সন্ধানে মিডিয়া লিঃ সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার সন্ধ্যায় এক টুইটে (এক্স হ্যান্ডেলে) তিনি এই শুভেচ্ছা জানান।

টুইটে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।

আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ’
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির একটি অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

এ সময় বাংলাদেশ সরকারের নতুন মেয়াদে সার্বিক উন্নয়নে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। সেই সাথে স্থিতিশীল ও সমৃদ্ধশালী দেশ গড়তে ভারত সরকার তার সমর্থন অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতির কথা জানান প্রণয় ভার্মা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের জনগণকে মোদির অভিনন্দন

আপডেট সময় : ০৮:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার সন্ধ্যায় এক টুইটে (এক্স হ্যান্ডেলে) তিনি এই শুভেচ্ছা জানান।

টুইটে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।

আমরা বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী এবং জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ’
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদির একটি অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

এ সময় বাংলাদেশ সরকারের নতুন মেয়াদে সার্বিক উন্নয়নে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। সেই সাথে স্থিতিশীল ও সমৃদ্ধশালী দেশ গড়তে ভারত সরকার তার সমর্থন অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতির কথা জানান প্রণয় ভার্মা।