ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে পড়ে গিয়ে সোহাগী (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা শহরের মোলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষার্থী সোহাগী জেলা শহরের মৌলভীপাড়া এলাকার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
ওই স্কুল শিক্ষার্থীর ফুফু সাবিনা আক্তার বলেন, বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তায় থাকা কুকুর তাকে তাড়া করে। এ সময় সে ভীত হয়ে দৌড়ে বাসায় আসতে গিয়ে উঠানের কাঁদা-পানিতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অমিত সরকার ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার বলেন, দুপুরে দিকে সোহাগী নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপালাতে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন জানিয়েছেন, খবর পাওয়ার পর তারা হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। বর্তমানে মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।