ছবি :সংগৃহীত
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার প্রেমিক সুজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম শ্যামলী (৩০)। তার বাড়ি নাটোর জেলায়। বর্তমানে থাকতেন আজিমপুর এলাকায়। আর সুজনের বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, রাত এগারোটার দিকে আমরা খবর পাই, রেলস্টেশনের ভেতরে ৭ নম্বর প্লাটফর্মের পাশে এক নারীকে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, প্রেমের সম্পর্কে অবনতির কারণে রেলস্টেশনের ভেতরে শ্যামলীকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।