ছবি:সংগৃহীত
নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় অবস্থিত ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন (ডিবিএলএম) এর বর্হিবিভাগে দালাল উৎপাত বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে (২৫আগস্ট) ডিবিএলএম হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মতিবুল ইসলাম তুফান, দেলোয়ার হোসেন, তৈয়বুর রহমান, ফয়জুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ডিবিএলএম এর বর্হিবিভাগে শুধু নীলফামারী জেলা নয় আশপাশ এলাকা থেকেও চিকিৎসা সেবা নিতে আসেন রোগীরা কিন্তু দালালের উৎপাতের কারণে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বিভ্রান্তির মুখে পড়ছেন।
আব্দুল জলিল নামে এক ব্যক্তি চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে ডিবিএলএম থেকে ফিরিয়ে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান ভালো চিকিৎসা দেয়ার কথা বলে। ডিবিএলএময়ে কম খরচে চিকিৎসা সেবা পেলেও উদ্দেশ্যমুলক ভাবে প্রাইভেট হাসপাতাল ক্লিনিয়ে নিয়ে গিয়ে রোগীর পকেট খালি করা হচ্ছে।
মানববন্ধনে অংশ নেয়া মতিবুল ইসলাম তুফান বলেন, গেল বুধবার সৈয়দপুরের চৌমুহী এলাকা থেকে চিকিৎসা সেবা নিতে আসা তমিজ উদ্দিনকে ভুল বুঝিয়ে একটি ক্লিনিক হাসপাতালে নিয়ে যান। ডিবিএলএম খোলা থাকলেও তাকে কেন অন্যত্র নেয়া হলো এনিয়ে পরে জলিল ও তমিজ উদ্দিনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
বলেন, শুধু তমিজ উদ্দিনই এরকম অনেক উদাহরণ রয়েছে। ডিবিএলএমকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দালালমুক্ত চিকিৎসা কেন্দ্র চাই।
অভিযোগ নিয়ে জানতে চাইলে আব্দুল জলিল জানান, আমি নটখানায় একটি প্রাইভেট চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চাকুরী করি। আমার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমার নামে যেসব অভিযোগ ছড়ানো হচ্ছে তা মিথ্যে ও ভিত্তিহীন।
এ ব্যাপারে ডিবিএলএম এর সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. পবর রোজারিও জানান, বিষয়টি আমরা জেনেছি এবং বর্হিবিভাগে যাতে এমন ঘটনা আর না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বলেন, কোন রোগী যাতে হয়রানী কিংবা দালাল চক্রের সাথে জড়িয়ে না পড়েন সে ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি।