ছবি:সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতিলা গ্রিন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে অওলাদ হোসেন (২৩), হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ হাবিল (২৩) ও মঙ্গল মিয়ার ছেলে কাইয়ূম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইমন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এক্সপ্রেসওয়ের পূর্ব পাশের সার্ভিস লেন দিয়ে নম্বরবিহীন একটি লাল রঙের মোটরসাইকেল করে ওই চারজন আরোহী শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। পথে নিমতলা গ্রীন মর্ডান সিটি সংলগ্ন এলাকায় অপর দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় একজন। পরে তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিক জানান, নিহতরা সকলেই টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে চারজন একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার দুর্ঘটনায় স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়।