ছবি:সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে শিশুদের টাইফয়েড টিকাদান বিষয়ক এক কর্মশালায় নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার বিতরণের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ওই অনুষ্ঠানে খাবারের মান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপস্থিত বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা মিলনায়তনে এ ঘটনা ঘটে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে উপজেলার সব সরকারি-বেসরকারি স্কুলের প্রায় ২০০ প্রধান শিক্ষককে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালা শেষে তাদের জন্য খাবারের প্যাকেট দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, খাবারের মান এতটাই খারাপ ছিল যে সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তারা বলেন, এমন নিম্নমানের খাবার কোনো অনুষ্ঠানে আমরা দেখিনি। বাধ্য হয়ে সবাই সেগুলো ফেলে দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, খাবারের মান খারাপ ছিল না, বরং প্রতি প্যাকেটে ২২০ টাকা খরচ হয়েছে। প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে খাবার সরবরাহ করা হয়েছিল।
তিনি আরও জানান, হয়তো বেশি গরমের কারণে খাবারগুলো কিছুটা নষ্ট হয়েছে।
ওই কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী খানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।