ছবি:সংগৃহীত
বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনসহ নতুন সংবিধান প্রণয়নের দাবিতে নীলফামারী শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২১শে আগষ্ট বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারি আব্দুল মজিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিয়ন। তিনি বলেন, “কেউ এ দেশকে নিজের দেশ মনে করে শাসন করেনি, বরং বিদেশি এজেন্ট সেজে এ দেশকে শাসন করেছে। সংস্কারের আগে একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে মরিয়া হয়ে উঠেছে, অথচ জনগণের প্রকৃত দাবি হলো সংস্কার ও নতুন সংবিধান।”
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার যুগ্ম সমন্বয়কারি শাহ আজিজুর রহমান ও মোহাইমিনুর রহমান সানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিপি’র সদস্য ও দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারি রেজাউল করিম রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।