ছবি:সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) সকালে আখাউড়া–চট্টগ্রাম রেলপথের পৌরশহরের দেবগ্রাম দক্ষিণপাড়া কবরস্থান-সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা ঝোপের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, আখাউড়া-চট্টগ্রাম রেলপথের পাশে সবুজ ঝোপঝাড়ের ভেতর পড়ে থাকতে দেখা যায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশ। লাশটির গায়ে বিভিন্ন রঙের কাপড় জড়ানো এবং পায়ের অংশ খোলা অবস্থায় দেখা গেছে। পরে ৯৯৯-এ কল দিয়ে বিস্তারিত জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই লোকের মৃত্যু হয়েছে।