ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্বশত্রুতার জেরে একটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুকুরের মালিক দীপক রায় বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলারগাঁও গ্রামের বাসিন্দা দীপক রায়ের সঙ্গে প্রতিবেশী সিলু দাস (৪০) এবং নূর উদ্দিনের (৪৫) দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাত ১০টার দিকে এই বিরোধের জেরে তাদের পোষা চার বছরের একটি পুরুষ কুকুরকে নির্মমভাবে হত্যা করা হয়।
অভিযোগে দীপক রায় উল্লেখ করেন, ঘটনার রাতে তিনি বাড়ির বাইরে ছিলেন। এ সময় তার বাড়ির পাশের রাস্তায় ঘুমন্ত অবস্থায় থাকা কুকুরটিকে সিলু দাস ও নূর উদ্দিনসহ আরও ২-৩ জন ব্যক্তি লোহার রড, বাঁশের লাঠি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। কুকুরের চিৎকারে দীপক রায়ের ছেলে দিব্য রায় বাইরে এসে ঘটনাটি দেখতে পান। গুরুতর আঘাতের ফলে কুকুরটি ঘটনাস্থলেই মারা যায়। কুকুরটি লাল রঙের ছিল এবং বয়স ছিল আনুমানিক চার বছর।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, আমি থানার বাইরে আছি। এমন কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।