ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর উপজেলার বুধন্তী এলাকায় কাভার্ডভ্যান থেকে ৭৭ লাখ টাকার ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯ হাজার ৫২০ পিস, ভারতীয় কসমেটিকস সামগ্রী- ১৮ হাজার ৩০০ পিস আইবল ক্যান্ডি এবং একটি কভার্ডভ্যান আটক করা হয়।
জব্দ করা ওই চোরাচালানি মালামালের মূল্য ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। জব্দ করা চোরাচালানির মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।