ছবি: সংগৃহীত
সিলেটের বালাগঞ্জে একটি খাল থেকে এক ভারতীয় নাগরিকের অর্ধগলিত মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই খাল দিয়ে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, স্রোতের টানে মরদেহটি ভারতীয় সীমান্ত এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পকেট তল্লাশি করে একটি মোবাইল ফোন, চাবির গোছা, মানিব্যাগ, ভারতীয় মুদ্রা, কিছু ছবি ও একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে মৃতের নাম গৌরাঙ্গ ঘোষ উল্লেখ রয়েছে।
বালাগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) কানন কুমার দাশ বলেন, বালাগঞ্জ উপজেলার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।