ছবি:সংগৃহীত
নড়িয়ায় পরিত্যক্ত ঘড় থেকে পাঁচ বালতি হাতবোমা উদ্ধার নড়িয়ায় পরিত্যক্ত ঘড় থেকে পাঁচ বালতি হাতবোমা উদ্ধার শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাদবর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি ভর্তি আনুমানিক ৩৫-৪০টি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি চানমিয়া মাদবরের ছেলে ওমান প্রবাসী মিলন মাদবর এর হলেও বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার( ১৪ আগষ্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ এর নেতৃত্বে জেলা ডিবি ওসি আবুবকর, নড়িয়া থানা ওসি আসলাম উদ্দিন মোল্লা, জেলা ডিবি ও নড়িয়া থানার এসআই,এএসআই সহ বিপুল সংখ্যক ফোর্স অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন,
গোপন সংবাদে জানতে পারি, পরিত্যক্ত একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমা মজুত রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পাঁচ বালতি ভর্তি আনুমানিক ৪০-৪৫টি হাতবোমা উদ্ধার করি। ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিস্ক্রিয় করবে।তিনি আরো বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে কোনো নিষিদ্ধ দল যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, হঠাৎ এত বিপুল পরিমাণ হাতবোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।