ছবি:সময়ের সন্ধানে
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আজুগিচালা গ্রামে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার জনকে আটক করা হয়েছে।
গত সোমবার (১১ আগস্ট) রাতে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা মশাল মিছিলের সরঞ্জামসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।
গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাকিক আহমেদ জুয়েল বলেন, আমরা গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানবীর আহমেদ মিশুর নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করি এবং পুলিশে সোপর্দ করি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, স্থানীয়রা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারজনকে মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এসময় মশাল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।