ছবি : সংগৃহীত
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় সরাসরি সাজেক ও মাচালং বাজার এলাকায় আটকা পড়েছেন প্রায় ৩ শতাধিক পর্যটক।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প উপায়ে সাজেকে আটকে পড়া পর্যটকেরা পারাপার করছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, বিগত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাসালং বাজার এলাকা, সড়ক এবং মাচালং ছড়ার ওপর সেতু পানিতে ডুবে যায়। বর্তমানে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও সেতুতে প্রায় চার থেকে পাঁচ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার হচ্ছেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।