ছবি : সংগৃহীত
বরিশালের মুলাদীতে দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন আফরিন আক্তার দিপুমনি (২৩)। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহত দিপুমনি স্থানীয় দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের প্রবাসী আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। বিয়ের সাড়ে তিন বছর পরও স্বামী প্রবাসে থাকায় দিপুমনি বেশিরভাগ সময় নানার বাড়িতেই কাটাতেন।
পরিবার জানায়, রোববার সন্ধ্যায় দিপুমনি স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় কথা কাটাকাটি হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরের দরজা বন্ধ করে ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস দেন। জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পুলিশ রাত সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা বলেন, পারিবারিক দূরত্ব এবং প্রবাসী স্বামীর সঙ্গে টানাপোড়েনের কারণে কয়েক দিন ধরে দিপুমনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত অভিমান থেকেই এ সিদ্ধান্ত নেয়।
মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করেই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’